Breaking News

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন!ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :- পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাসফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের | বীরভূম, মালদহ, বর্ধমানের পর এবার ঝাড়খণ্ড ছুঁয়ে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের। আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর তিনটে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর | ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। পরদিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বেলা বারোটায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা রয়েছে মমতার। দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

ওইদিন রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা। ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর। অন্যদিকে, সাঁওতালদের সারি ও কুড়মিদের সারনা ধর্মকে মান্যতা দিতে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চলেছে রাজ্য। তৃণমূলের দাবি পঞ্চায়েত নির্বাচনে আপামর আদিবাসী মানুষের রায় পড়বে তৃণমূলের পক্ষেই। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের ফলে পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন পাচ্ছে জোড়াফুল শিবির। ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উপভোক্তাদের হাতে তিনি তুলে দিতে পারেন সুবিধা প্রাপ্তির নথি। মঞ্চ থেকেই বিতরণ করবেন সাইকেল। সূত্রের খবর, জঙ্গলমহল সফরে গিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করে বৈঠকও করবেন তিনি। নির্দেশ দেবেন, উন্নয়নের রিপোর্ট কার্ড জঙ্গলমহল জুড়ে প্রচার করার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *