Breaking News

সুপ্রিম’ মন্তব্যের জেরে সিকিমে ১২ ঘণ্টা ধর্মঘট!বেড়াতে গিয়ে বিপাকে পর্যটকরা

প্রসেনজিৎ ধর :- আজ, বুধবার ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। জয়েন্ট অ্যাকশন কাউন্সিল এখানে ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে। তাই সকাল থেকেই বন্ধ যান চলাচল। দোকানপাটের ঝাঁপ বন্ধ রয়েছে। বাজারে বিক্রেতারা আসেননি। এই অবস্থায় ছাড় পাচ্ছেন না পর্যটকদের গাড়িও। এখন সিকিম বেড়াতে গিয়ে শিলিগুড়িতেই আটকে পড়েছেন পর্যটকরা ।নেপালি সম্প্রদায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্যকে ঘিরে উত্তাল সিকিম। ওই মন্তব্যের প্রতিবাদেই এদিন ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশান কাউন্সিল। তাতে সমর্থন করেছে সমস্ত রাজনৈতিক। ফলে ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে। সকাল থেকে কার্যত জনশূন্য রাস্তা। খোলেনি কোনও দোকানপাট। রাস্তায় মিলছে না গাড়ি। ধর্মঘটের বিষয়টি না জেনেই বহু পর্যটক সিকিম যাওয়ার জন্য শিলিগুড়ি নেমেছিলেন। কিন্তু সেখান থেকেও সিকিমে যাচ্ছে না কোনও গাড়ি। ফলত ব্যাগপত্র নিয়ে রাস্তায় বহু মানুষ। কেউ কেউ আবার সিকিমে পৌঁছে হোটেলে বন্দি, বের হতে পারছেন বাইরে। সব মিলিয়ে প্রবল সমস্যায় তাঁরা। কতক্ষণে ধর্মঘট উঠবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় পর্যটকরা। জানা গিয়েছে, সকাল ৬ থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট। অর্থাৎ বিকেল ৬ টার পর ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি।সিকিমে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মানুষকে অভিবাসী বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই তেতে উঠেছে পাহাড়ি সিকিম।

সুপ্রিম কোর্টের এই মতের প্রতিবাদেই আজ ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। ধর্মঘটের কথা আগে থেকে জানতে পারেননি অধিকাংশ পর্যটকই। তাই বেজায় বিপাকে পড়েছেন তাঁরা। শিলিগুড়িতে পৌঁছে আটকে পড়েছেন বহু পর্যটক। বাগডোগরা বিমানবন্দর, এনজেপি রেল স্টেশন থেকে কোনও গাড়ি যাচ্ছে না সিকিমে।সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’। তাতেই তপ্ত সে রাজ্যের পরিস্থিতি। এই পর্যবেক্ষণ সংশোধনের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি বিধানসভায় জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে সিকিমের প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *