প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে বাংলার ৮০০জন স্কুল শিক্ষকের চাকরি যেতে বসেছে, এমনটাই কলকাতা হাইকোর্টে জানালেন এসএসসি’র চেয়ারম্যান। কার্যত স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা একপ্রকার মেনে নিয়ে বুধবার এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন ৯৫২ জনের যে তালিকা তাঁদের ওয়েবসাইটে আছেন তাঁদের মধ্যে প্রায় ৮০০ জনের চাকরি আগামীদিনে তাঁরা কেড়ে নিতে চলেছেন। এদের নম্বরে কারচুপি করা হয়েছিল। কারও কারও ৫২ নম্বর পর্যন্ত ঘুরপথে বাড়িয়ে দেওয়া হয়।বৃহস্পতিবার এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুর্নীতির কথা মেনে নিয়ে জানিয়েছেন, অবৈধভাবে নিযুক্ত প্রার্থীদের চাকরি থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে চলেছেন তাঁরা। আগামী সোমবার নবম – দশমের ৮০০ জন অবৈধ শিক্ষককে নোটিশ পাঠানো হবে। এর পর ধাপে ধাপে তাদের বহিষ্কার করবে কমিশন। কমিশনের বিধির ১৭ নম্বর ধারা প্রয়োগ করে হবে বহিষ্কারের প্রক্রিয়া। আদালতের কাছে কমিশন ৯৫২ জন প্রার্থীর নামের তালিকা পেশ করেছিল কমিশন। তারা জানিয়েছিল এই প্রার্থীদের নম্বরে কারচুপি হয়েছে।
ওএমআর শিট ও সার্ভারে এদের নম্বরে মিল নেই। দেখা গিয়েছে, অনেকে ওএমআর শিটে শূন্য পেলেও সার্ভারে পেয়েছেন ৪৮, ৫০ বা ৫৩। তবে এই তালিকায় থাকা কয়েকজনের নম্বর পরে বড়েছে। যার ফলে আপাতত প্রায় ৮০০ জন বেআইনিভাবে নিযুক্ত প্রার্থীকে শনাক্ত করেছে কমিশন।অবৈধ শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত কে করবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই আদালতের সঙ্গে রাজ্য সরকারের দড়ি টানাটানি চলছে। বারবার কমিশনকে এব্যাপারে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তাতে কাজ হয়নি। পালটা আদালতকেই অবৈধদের বহিষ্কার করতে হবে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে শাসকদলের একাধিক নেতামন্ত্রীকে|আদালতের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করতে হল সরকারকে।