Breaking News

রাজ্যেজুড়ে আদিবাসী সংগঠনের রেল অবরোধ!সারনা ধর্ম কোড চালুর দাবি আদিবাসীদের,নাকাল নিত্যযাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা:- শনিবার ‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীরা রেল অবরোধ করল। নানা জায়গায় ‘রেল রোকো’ চলে । পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসী মানুষজন। এই রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। আর চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। রেল অবরোধ ও জাতীয় সড়কে চাক্কা জ্যাম কর্মসূচিতে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান নামের সংগঠন।শনিবার ‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীরা রেল অবরোধ করল। এখনও নানা জায়গায় ‘রেল রোকো’ চলছে। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসী মানুষজন। এই রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। আর চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। রেল অবরোধ ও জাতীয় সড়কে চাক্কা জ্যাম কর্মসূচিতে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান নামের সংগঠন।আজ শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম, মালদহ সহ রাজ্যের একাধিক এলাকায় রেল অবরোধ হয়। সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথের মন্দিরকে আদিবাসীদের হাতে তুলে দেওয়া সহ আরও নানান দাবিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডেরও একাধিক এলাকায় রেল-রোড চাক্কা জ্যাম কর্মসূচী গ্রহণ করেছে এই সংগঠন। আজ, সকালে মালদহের আদিনা স্টেশনে শুরু হয় রেল অবরোধ। যার জেরে উত্তর-পূর্ব সীমান্ত শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।

মালদহ স্টেশনে আটকে পড়ে বন্দেভারত এক্সপ্রেস। এছাড়াও আটকে পড়ে শতাব্দি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন। ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। এখনও সেখানে অবরোধ চলছে বলে খবর। অন্যদিকে সকাল থেকে একই চিত্র ঝাড়গ্রামের খেমাশুলি স্টেশনেও। সেখানেও রেলপথ অবরুদ্ধ করে সকাল থেকে বসে রয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। আরপিএফ-এর চেষ্টায় সাময়িকভাবে অবরোধ উঠলেও ফের তাঁরা রেল অবরোধ করেন বলে অভিযোগ। প্রসঙ্গত, আদিবাসীদের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। এই একই দাবিতে এর আগে বিভিন্ন আদিবাসী সংগঠন আন্দোলনের রাস্তায় হেঁটেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *