নিজস্ব সংবাদদাতা :- প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার| শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে | অভিজিৎ আচমকা অসুস্থ হয়ে পড়েছিল কয়েকদিন আগের এক রাতে। সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ভর্তিও করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না | চিকিৎসকদের লড়াই, আমাদের সকলের একান্ত প্রার্থনা, সব কিছু শেষ হয়ে গেল শুক্রবার রাতে|
‘বর্তমান’-এর ক্রীড়া সাংবাদিক‘জনমন জনমত’ নামের এক সাপ্তাহিক কাগজে সাংবাদিকতা জীবনের শুরু করেন । তারপরে দৈনিক ‘প্রাত্যহিক সংবাদ’, ‘আইএফএ-র পত্রিকা ‘কিক অফ’-এও অভিজিৎ কাজ করে কিছুদিন। সেখান থেকে ‘খবরের কাগজ’ হয়ে ‘গণশক্তি’। তারপরের বাকি জীবন ‘বর্তমান’-এ।রেখে গেল স্ত্রী, ছোট্ট মেয়ে এবং বাবা-মাকে।ক্রীড়া সাংবাদিক হিসেবে ময়দানে অত্যন্ত জনপ্রিয় এবং সুনামের সঙ্গে কাজ করেছে আমাদের বন্ধু অভিজিৎ। ফুটবলে দেশের মধ্যে প্রচুর সফরের সঙ্গে ফুটবলারদের সঙ্গেও ছিল আত্মিক সম্পর্ক। তবে সব শেষ হয়ে গেল শুক্রবার রাতে |কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সদস্য ছিল অভিজিৎ। সব অনুষ্ঠানে ছিল ওর উজ্জ্বল উপস্থিতি। ওর মৃত্যুর খবর পেয়ে শোকাহত গোটা ক্রীড়া মহল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পাঠিয়েছেন শোকবার্তা।