প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিউটাউনে। শনিবার ভোরে নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।জানা গিয়েছে, আজ, শনিবার ভোরে শাপুরজির একটি আবাসনের সামনের একটি দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে একাধিক দোকানে ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ ভোরবেলা দিনের আলো ফোটার আগেই শাপুরজির ওই আবাসনের সামনের দু’টি দোকানে আগুন লাগে। খুবই অল্প সময়ের মধ্যে সেই আগুন আশেপাশে থাকা দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দোকানঘরগুলিতে থাকা সিলিন্ডারগুলিতে পরপর বিস্ফোরণ শুরু হয়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে যে যার বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকাবাসী।
খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা খুব বেশি হওয়ায় দমকল এসে পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। দমকল এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, দোকানঘরগুলির উপরে থাকা হাই-টেনশন তার কোনও কারণে ছিঁড়ে পড়ার জেরেই এই অগ্নিকাণ্ড।ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলি। খবর পেয়েই ছুটে যান ব্য়বসায়ীরা। সম্প্রতি রবীন্দ্র সদনের কাছে একটি টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক্সাইড মোড়ে টায়ারের গুদামে আগুন, দমকল ঠিক সময়ে এসে যাওয়ায় কেউ হতাহত হননি।
Hindustan TV Bangla Bengali News Portal