প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন মন্ত্রী। সোমবার তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চলে প্রাথমিক চিকিৎসা। এরপর তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা। আপাতত সুস্থ রয়েছেন বাবুল সুপ্রিয়। বড় ধরনের কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার বিকেলে বুকে ব্যথা অনুভব করেন বাবুল সুপ্রিয়। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি বেগতিক বুঝে দেরি না করে সোমবার বাবুল সুপ্রিয়কে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
সেখানে তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁর বুকে কী ধরনের সমস্যা রয়েছে তা জানার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষাও করা হয়। প্রথমে ইসিজি করানো হয় বাবুলের। তাতে অবশ্য তাঁর বুকে কোনও সমস্যায় ধরা পড়েনি। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল এবং ডাক্তার সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। এনজিওগ্রাফি করানো হয়। তাতে তাঁর করোনারিতে সামান্য ব্লকেজ পাওয়া গিয়েছে। সেইমতোই চিকিৎসকরা তাঁকে ওষুধ দিয়েছেন।ব্লকেজের খবর শুনে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, যে সমস্যা দেখা দিয়েছে সেটি একেবারেই সামান্য। এর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ খেলেই সেরে যাবে। এদিকে, বাবুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বাবুলের খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেন। তারপরে হাসপাতালে গিয়ে বাবুলের সঙ্গে দেখা করেন ফিরহাদ হাকিম। আপাতত পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে রয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।