নিজস্ব সংবাদদাতা, হুগলি :- ফের কাঠগড়ায় তৃণমূল নেতা |এবার উত্তরপাড়ার সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা শাদাত হাবিব ওরফে পাপ্পু |এই পাপ্পুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন এক সরকারি হাসপাতালের চিকিৎসক |এক গ্রামীন হাসপাতালের চিকিৎসককে এনআরএস হাসপাতালে বদলি করে দেবার জন্য মোটা অংকের ঘুষ দাবি করেন তৃণমূল নেতা শাদাত হাবিব | শাদাত হাবিব বলেন,আমার সাথে বহু তৃণমূল নেতার ভালো সম্পর্কও আছে | আমি বিভিন্ন চিকিৎসক কে এর আগেও অনেক জায়গায় বদলি করেছি |
চিকিৎসক চৌধুরী কে বদলি করে দেবার জন্য ৪ লক্ষ টাকা ঘুষ নেবার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে | চিকিৎসকের আরও অভিযোগ আমার থেকে ৪ লক্ষ টাকা চাওয়া হয় আমি ক্যাশ-এ দিয়েছি ১ লক্ষ টাকা এবং বাকি ৪৫ হাজার টাকা তাঁর ছেলের একাউন্ট এ দিয়েছি | ওই চিকিৎসক উত্তরপাড়ার চেয়ারম্যানকে একটি চিঠি দিয়ে তাঁর অভিযোগের কথা জানিয়েছেন | তিনি চিঠিতে আরও জানান ১৮ ই ডিসেম্বর ২০২১ সালে আমায় বাড়িতে এসে আমার কাছ থেকে ১ লক্ষ টাকা নেন এবং পরে আরও ৪৫ হাজার টাকা অমি ওই তৃণমূল নেতার ছেলের একাউন্ট-এ দিয়েছি বলে অভিযোগ |
এমনকি এই টাকা দেবার পর ওই চিকিৎসকের বদলির কোনও ব্যবস্থা করা হয়নি | বদলি করাতে না পারায় বারংবার চিকিৎসক চৌধুরী ওই তৃণমূল নেতার কাছে টাকা ফেরৎ চাইলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ চিকিৎসকের | অবশেষে কোনো সুরাহা না হওয়ায় ওই চিকিৎসক বাধ্য হয়ে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যানকে নিজের অভিযোগ জানান | চেয়ারম্যান সেই অভিযোগ গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ওই চিকিৎসককে |এই বিষয়ে তৃণমূল নেতা শাদাত হাবিব বলেন আমি কিছু বলবো না তবে দুদিন আগেই ৪৫ হাজার টাকা চিকিৎসক কে ফেরত দিয়েছি |এদিকে তৃণমূল নেতার এই কান্ড শুনেই বিজেপি নেতারা মাঠে নেমে পড়েছে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন এটাই তৃণমূলের কালচার কাঠ মানি নেওয়া তোলাবাজি করা | আর এক বিজেপি নেতা সঞ্জয় বণিক বলেন এটা নতুন কি তৃণমূল দলের নেতা থেকে কর্মী সবাই কাঠমানি নিতেই ব্যাস্ত যিনি হাসপাতালের সাথে কোনো ভাবেই যুক্ত না তিনি হাসপাতালের চিকিৎসককে বদলি করছে কি অবস্থা ভাবুন|
Hindustan TV Bangla Bengali News Portal