প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো বিধায়ক। বিধানসভার লবি থেকে বুধবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তিনি নিজেকে হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়াডির পরিচয় (আসল নাম গজানন শর্মা) দিয়ে বিধানসভার লবিতে ঢোকেন। পরিচয়পত্র দেখতে চাওয়ায় তিনি কোনও কিছু দেখাতে পারেননি। দ্রুত খবর যায় বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের কানে।
তারা এই ভুয়ো বিধায়ককে লবি থেকে বের করে নিজেদের হেফাজতে রাখে। হেয়ারস্ট্রিট থানাকে খবর দিল সেখানকার পুলিশকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে ওই ভুয়ো বিধায়ককে গ্রেফতার করে। বিধানসভায় প্রবেশ বেশ কড়াকড়ি। বিধায়কদেরও উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে, একাধিক স্তরে ‘পরীক্ষা’ দেওয়ার পর তবেই মূল গেটে প্রবেশ করতে হয়। আর অধিবেশন চলাকালীন সেই কড়াকড়ি আরও বাড়ে। এসব জানা সত্ত্বেও কীভাবে গজানন নামে ওই ব্যক্তি কীভাবে ঢোকার চেষ্টা করছিলেন, তা ভেবে আশ্চর্য হচ্ছেন অনেকে। আরও উল্লেখযোগ্য বিষয়, রাজ্যে গজানন নামে কোনও বিধায়কই নেই। সুতরাং, সেই নামটিও তিনি কেন উল্লেখ করছিলেন, তাও সংশয়ের বিষয়। কী লক্ষ্যে তিনি বিধানসভায় ঢোকার চেষ্টা করছিলেন, কী পরিকল্পনা ছিল, পুলিশ তাঁকে জেরা করে সবটা জানতে মরিয়া।এই ঘটনায় বিধানসভার নিরাপত্তাকে প্রশ্নের মুখে তুলে দিল। কী করে সবার নজর এড়াল, প্রশ্ন সেটাই।