দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আপাতত বেতন ফেরত দিতে হবে না গ্রুপ ডি-র চাকরিহারাদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম মজুমদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখনই ওই বেতন ফেরাতে হবে না। তবে চাকরি বাতিলের নির্দেশ নিয়ে বেঞ্চ কিছু বলেনি।
তার জেরে চাকরি ফেরত পাওয়া সম্ভব না হলেও বেতন এখনই না ফেরানোর চাপ কিছুটা হলেও কেটে গেল চাকরি হারানো ওই ১৯১১ জন গ্ৰুপ -ডি কর্মীর। উল্লেখ্য, ওএমআর শিটে কারচুপিতে অভিযুক্ত ১৯১১ জন গ্ৰুপ -ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি তাঁদের বেতনের অর্থ ফেরাতেও বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ সেই বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ জারি করে দিল এদিন। যদিও চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল থাকছে।কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ক্ষমতা প্রয়োগ করে বেআইনি ভাবে চাকরি পাওয়া ১৯১১জন গ্ৰুপ -ডি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার। সেই নির্দেশ পালন করেছে স্কুল সার্ভিস কমিশন | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন এত দিন ধরে চাকরি করে আয় করা বেতন ফেরত দেওয়ারও। আদালতে গ্রুপ ডি-র কর্মীদের সওয়াল, তাঁরা গত ৫ বছর ধরে চাকরি করছেন। চাকরি পাওয়ার পর যথাযথ শ্রম দিয়েছেন, তাহলে এখন কেন বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে? এই শুনানি শেষে বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।