Breaking News

কলকাতা-কোচবিহার রুটে চালু হল বিমান পরিষেবা,সপ্তাহে ৭ দিনই মিলবে এই পরিষেবা!

দেবরীনা মণ্ডল সাহা :- কলকাতা-কোচবিহার রুটে চালু হল বিমান পরিষেবা। আজ মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় ৯ আসন বিশিষ্ট ছোট্ট বিমান। রবিবার এই বিমানের ট্রায়াল সফল হয়। এরপর সোমবার থেকে শুরু হয় অনলাইনে টিকিট বুকিং। কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়া এই বিমানের প্রথম যাত্রী ছিলেন কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী। কলকাতা-কোচবিহার রুটে বিমান পরিষেবা চালু করার দাবি দীর্ঘদিন ধরেই। ফলে এই রুটে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা।আপাতত নয় আসনের বিমানটি ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার এই রুটে চলাচল করবে। ইন্ডিয়া ওয়ান এয়ার নামে বিমান সংস্থা কলকাতা-কোচবিহার রুটে বিমান চালাবে বলে খবর। মাস তিনেক এই ছোট বিমান চলার পরে পরিষেবা লাভজনক হলে যাত্রীদের চাহিদা বুঝে বড় বিমান চলাচল করবে। তবে তার আগে ছোট রানওয়ে বাড়ানোর কাজ শেষ করা হবে।কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে ভুবনেশ্বর— এই রুটে চলবে বিমান। সপ্তাহে সাত দিনই বিমান পরিষেবা চালু থাকবে। প্রথম তিন মাস কোচবিহার থেকে কলকাতা এবং কলকাতা থেকে কোচবিহার বিমানের ভাড়া থাকবে এক হাজার টাকারও কম অর্থাৎ ৯৯৯ টাকা।

আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন থেকে এই রুটে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতোই এদিন ৯ আসন বিশিষ্ট বিমানটি সকাল ১১:৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। আপাতত ৯ আসনের এই ছোট বিমান চলাচল করবে ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার রুটে। বিমানটি চালাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি বিমান সংস্থা। আপাতত ঠিক হয়েছে সপ্তাহের ৭ দিনই এই রুটে বিমানটি চলাচল করবে। প্রথম ৯ দিন এই ভাড়া থাকবে তারপর থেকে ভাড়া হবে ৩৭৪০ টাকা করে। সেই সঙ্গে থাকছে জিএসটি। প্রতিদিন কলকাতা থেকে সকাল ১০:১০ টায় বিমানটি সফর শুরু করবে। কোচবিহারে পৌঁছবে দুপুর ১২:১০ টায়। অর্থাৎ কলকাতা থেকে কোচবিহারে সময় লাগবে ২ ঘণ্টা। অন্যদিকে, কোচবিহার থেকে ফের দুপুর সাড়ে ১২ টায় কলকাতার উদ্দেশ্যে সফর শুরু করবে বিমানটি। সেটি কলকাতায় পৌঁছবে দুপুর ২:২৫ টায়।প্রসঙ্গত,কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন আগেই হওয়ার কথা ছিল। কিন্তু, পরিকাঠামো সম্পূর্ণ তৈরি না হওয়ায় সেটা পিছিয়ে গিয়েছিল। পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত হওয়ার পরেই ট্রায়াল শুরু হয়। অবশেষে চালু হয়ে গেল পরিষেবা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *