প্রসেনজিৎ ধর :- রেলের কাজের জন্য মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়িতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আজ সকালে ট্রাক্টরে করে কাজে যোগ দিতে গিয়ে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ৩ শ্রমিকের। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন শ্রমিক। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি উল্লারডাবরির ৩১ নম্বর জাতীয় সড়কে। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে শ্রমিকদের পরিবারে। স্থানীয় সুত্রের খবর, জলপাইগুড়ির ময়নাগুড়িতে রেলের কাজ করতে এসেছিল মুর্শিদাবাদের বেশকিছু শ্রমিক। সকালে একটি ট্রাক্টরে করে এই শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। ট্রাক্টরটি উল্লারডাবরি এলাকায় ৩১নং জাতীয় সড়কে পৌঁছনো মাত্রই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৩ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহত প্রায় ১২ জন শ্রমিক। মৃত শ্রমিকদের নাম হল সুমন শেখ, হুসেন শেখ এবং কমল মাল। বাকি ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত ও আহতরা সবাই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক গাড়ি চালক বলেন, “আমি রাস্তার ধারে গাড়ি থামিয়ে জল খাচ্ছিলাম।ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। হঠাৎ করে ওই ট্রাক্টরটিকে ধাক্কা মারে ওই ট্রাক। ট্রাক্টর থেকে সবাই ছিটকে রাস্তায় পড়ে যান। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা কয়েকজন ও স্থানীয় কিছু বাসিন্দা মিলে সবাইকে উদ্ধার করি। তখন বোঝা যায়নি যে তিনজন মারা গিয়েছেন। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে”।পুলিশ সূত্রে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা জানতে পারি, একটি ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই শুনেই সবাই দৌড়ে আসি। এসে দেখি ভয়ানক অবস্থা। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
সঙ্গে সঙ্গে সবাই মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ঘটনাস্থলে পরে পুলিশ আসে। পরে শুনলাম তিনজন মারা গিয়েছেন। খুবই খারাপ লাগছে শুনে”। তবে কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের তরফে দাবি করা হয়েছে ভুল লেন ধরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।