দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতা থেকে উদ্ধার টাকার পাহাড়। গড়িয়াহাটের পর পার্ক স্ট্রিট।একটি সন্দেহজনক গাড়িকে থামিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে মোট ১ কোটি টাকা| কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও গুন্ডা দমন শাখার গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে বলে লালবাজার সূত্রের খবর ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিটে রাজেশ কাসেরা নামে এক ব্যক্তির গাড়িতে তল্লাশি চালান লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল টাকা। বিপুল নগদ পরিবহণের কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই প্রৌঢ়। নগদের উৎসও জানাতে পারেননি তিনি। এর পর তাঁকে আটক করেন তদন্তকারীরা। ওই টাকা কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, এদিন আগাম খবর পেয়ে সন্দেহজনক একটি গাড়ি আটকায় পুলিশ । গাড়ির মধ্যে ছিলেন গাড়ি চালক ও রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক ব্যক্তি । গাড়ির ডিকি খুলতে বলা হলে সেখান থেকে একটি ব্যাগ উদ্ধার হয় ৷ ওই ব্যাগ থেকে উদ্ধার হয় মোট 1 কোটি টাকা । ৫০০ ও ২০০০ টাকার নোট ছিল সেখানে ।পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণে অর্থ নিয়ে তিনি কোথা থেকে কোন জায়গার উদ্দেশে যাচ্ছিলেন সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও উত্তর দিতে পারেননি রাজেশ আগারওয়াল নামে নিউ আলিপুরের ওই ব্যক্তি । এর পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় অগ্রগতি পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা । এমনকী, কোনও নগদের জন্য় এর সঙ্গে হাওয়ালা কারবারের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।