Breaking News

বন্ধুদের সঙ্গে মাইথনে স্নান করতে গিয়ে বিপত্তি!তলিয়ে গেল কিশোর

প্রসেনজিৎ ধর :- মাইথনে স্নান করতে গিয়েছিল কিশোর। সঙ্গে ছিল তার বন্ধুরা। কিন্তু অমর ঝর্ণায় স্নান করতে নেমে তলিয়ে যায় ছয় বন্ধু। তবে বাকি পাঁচজন ভাগ্যের জোরে রক্ষা পেলেও প্রাণ গিয়েছে একজনের। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম বর্ধমানের আসানসোলের গোপালপুরের বাসিন্দা ছয় বন্ধু শুক্রবার মাইথনের অমর ঝর্ণায় স্নান করতে নেমেছিল। জলে নামার পরে তলিয়ে যায় গোপালপুরের বাসিন্দা ২২ বছর বয়সের শুভঙ্কর দত্ত।এদিকে গোপালপুরের বাসিন্দা ছয় বন্ধু মাইথনে বেড়াতে এসে বিপদে পড়ে।

সোনু রায় নামে এক যুবক জানান, মাইথন বেড়াতে এসেছিল এই ৬ জন। অমর ঝর্ণায় স্নান করতে নেমে পা পিছলে যায় শুভঙ্কর দত্ত, ধ্রুবজ্যোতি নামে দু’জনের। গভীর জলে তলিয়ে যায় তারা। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও প্রথমে আর একজনকে উদ্ধার করা যায়নি। পরে দু’জনকে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়। আর একজনের চিকিৎসা চলছে বলে খবর।প্রি ওয়েডিং শুটিং থেকে শুরু করে পর্যটকদের দর্শন কেন্দ্র হয়ে উঠছে মাইথনের এই বিপজ্জনক অমর ঝর্ণা। বিপজ্জনক হওয়া সত্ত্বেও প্রশাসনের তরফে নো এন্ট্রি করা হয়নি। এমনকি ডিভিসি কর্তৃপক্ষের থেকেও সতর্কতার ব্যবস্থা হয়নি। তাই একের পর এক এমন ঘটনা ঘটছে বলেই দাবি স্থানীয়দের। বেড়াতে এসে এক বন্ধুর প্রাণহানির ঘটনায় নেমেছে শোকের ছায়া।এখানে ডিভিসি কর্তৃপক্ষের থেকেও কোনও সতর্কতার ব্যবস্থা করা হয়নি। তাই একের পর এক ঘটনা ঘটছে। বেড়াতে এসে এক বন্ধুর প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তবে জলে তলিয়ে যাওয়ার ঘটনার নেপথ্যে অন্য কিছু আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ৬ বন্ধুর পরিবারে এখন হাহাকার নেমে এসেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *