দেবরীনা মণ্ডল সাহা :- ওড়িশায় কাজ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল সাতজন শ্রমিকের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ওডিশার জাজপুর এলাকায়। দুর্ঘটনায় মৃত সাত শ্রমিকই উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। একসঙ্গে একই গ্রামের ৭ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রামপঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে পোলট্রি ফার্মে কাজের জন্য একটি চার চাকা গাড়িতে ওডিশার উদ্দেশ্যে রওনা দেন বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রামপঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়া গ্রামের সাতজন শ্রমিক। শনিবার ভোর ৪টে নাগাদ ওডিশার জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে গাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন সাতজন। তখন পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটিতে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি।
স্থানীয়রাই দ্রুত ওই সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মশালার পুলিশ। নিহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। নিহতরা হলেন, আমজাদ আলি সর্দার (২৮), জাহাঙ্গির সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিঙ্কু সর্দার (৩০), সুরজ সর্দার (৪৯)। সুরজ গাড়ির চালক ছিলেন। এই পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর সর্দারপাড়ায় পৌঁছতেই গোটা গ্রাম যেন শোকে পাথর হয়ে গিয়েছে। বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বাড়িগুলি থেকে।এক মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসার চালাতে পেটের টানে কাজে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। সামনে দোল। তাই হাতে টাকাকড়ির প্রয়োজন ছিল। ভিন রাজ্যে কাজ করে রোজ ৩০০ টাকা পাওয়া যায়। তাই কাজের সন্ধান পেতেই সেখানে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। সেখানে তিনদিনের কাজ ছিল তাদের। টানা তিনদিন একসঙ্গে কাজ করে ৯০০ টাকা নিয়ে ফেরার কথা ছিল তাঁদের। আগেও এভাবে কাজে গিয়েছেন। বাড়ির লোকজন ভাবতেই পারছেন না সাতজনই নেই।
Hindustan TV Bangla Bengali News Portal