প্রসেনজিৎ ধর :- অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল পুরুলিয়া শহরে। মঙ্গলবার সকালেই পুরুলিয়া রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি ঘরে আগুন লেগে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। ততক্ষনে আগুনের লেলিহান শিখা অনেকখানি ছড়িয়ে পড়ে। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকে এই দফতরে। পুলিশের এই গুরুত্বপূর্ণ বিভাগে কিভাবে এই আগুন লাগল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।
যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে সেগুলি পুনরুদ্ধার কী ভাবে তা নিয়েও উছে প্রশ্ন। তবে ঘটনায় জেরে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার ঘটনা কে ঘিরে এলাকার মানুষদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে।পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে এফএসএল টিম আসছে।” জেলা পুলিশের গোয়েন্দা দপ্তর সংক্রান্ত নথিপত্র ডিআইবি দপ্তরে থাকে। তাই অগ্নিকাণ্ডে বেশ কিছু নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে পুরুলিয়া শহরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ক্যাম্পাসে আগুন লেগেছিল। জলের ট্যাঙ্ক ও প্লাস্টিকের পাইপ পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। সেই অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ডিআইবি দপ্তরে অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই জোর শোরগোল।