প্রসেনজিৎ ধর, কলকাতা :- অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে ফের শিশু মৃত্যু রাজ্যে। বুধবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও ২ শিশুর। পাশাপাশি কলকাতা মেডিক্যাল হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর। খুদে সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুদের পরিবার।জানা গিয়েছে, মৃত চার শিশুর মধ্যে দু’জন ভরতি ছিল বিসি রায় শিশু হাসপাতালে। বাকি দুজনের চিকিৎসা চলছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সূত্রের খবর, মৃত এক শিশু গোবরডাঙার বাসিন্দা। বয়স ৪ বছর। জ্বর-সর্দি-শ্বাসকষ্ট থাকায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাবরা হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিসি রায় শিশু হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়ল খুদে। এদিকে রবিবার বারাসতের হাসপাতালে জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হয় এক সদ্যোজাতের। তাকেও ভরতি করা হয় বিসি রায় হাসপাতালে। বুধবার ভোরে সেখানেই মৃত্য হয় হল তার।আজ, বুধবার বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর। এবার মৃত্যু হয়েছে চার বছরের একটি শিশুর।
গোবরডাঙা এলাকার বাসিন্দা শিশুটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। তারপর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তখন প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ ফেব্রুয়ারি বি সি রায় হাসপাতালে শিশুকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ, বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় শিশুটির। চিকিৎসকরা জানিয়েছেন , নিউমোনিয়ার জেরেই মৃত্যু হয়েছে।এদিকে বারাসতের নবপল্লির ৭ নম্বর ওয়ার্ডের এক মহিলা রবিবার সন্তানের জন্ম দেন। বারাসত হাসপাতালে জন্ম হয় সদ্যজাত শিশুর। ওইদিনই ফুলবাগান শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যা ছিল শিশুটির। প্রচণ্ড শ্বাসকষ্টও শুরু হয়। তখন ফুলবাগানের বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে রাখা হয় নবজাতককে। আজ সকালে তার মৃত্যু হয়। এই পর পর শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যে। অ্যাডিনো–সহ মরশুমি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে অ্যাডভাইজরি জারি করল স্বাস্থ্য দফতর।