দেবরীনা মণ্ডল সাহা :-মাস শুরুর প্রথম দিনেই বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছুও ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে। এবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে দিতে হবে ১১২৯ টাকা। বুধবার ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে।জানুয়ারি সারা দেশজুড়েই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বেড়েছিল।
প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত দুই মাস ধরে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছিল। প্রসঙ্গত, কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল ১০৭৯ টাকা, আজ থেকে বেড়ে হল ১১২৯। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের মূল্য ছিল ১৮৭০ টাকা, আজ থেকে নতুন দাম হল ২২২১ টাকা ৫০ পয়সা। প্রত্যেক পরিবারের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। ১২টির পরে গ্যাস সিলিন্ডার বাজারমূল্য অনুযায়ীই কিনতে হয়। সিলিন্ডারের উপর ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না। কোথাও মিললে তা-ও নামমাত্র। তার ওপর হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে ভারতে অনেকবার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। তবে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণ মানুষের কথা ভাবে না বিজেপি। তিন রাজ্যের ভোট মিটতেই দাম বাড়িয়েছে কেন্দ্র। এমনটাই তোপ তৃণমূলের।
Hindustan TV Bangla Bengali News Portal