দেবরীনা মণ্ডল সাহা :- সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন বাম- কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। বৃহস্পতিবার দুপুর ২.৪০ মিনিটে তাঁকে নির্বাচন কমিশনের তরফে জয়ী ঘোষণা করা হয়। তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়েছেন তিনি। এর ফলে ২০২১ সালের পর বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে চলেছেন কেউ।অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়েছেন তিনি | ১৬ রাউন্ড গণনা শেষে বাইরন বিশ্বাস পেয়েছেন ৮৭ হাজার ৬১১ ভোট |
দেবাশিস বন্দ্যোপাধ্য়ায় পেয়েছেন ৬৪ হাজার ৬৩১ ভোট । বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন ।২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা ৯৫ হাজার ১৮৯ ভোট পেয়েছিলেন| তিনি জিতেছিলেন ৫১ হাজার ১০৬ ভোটে| তাঁর প্রাপ্ত ভোট ছিল ৫০.৯৫ শতাংশ ৷ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি | তাদের প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন ৪৪ হাজার ৯৮৩ ভোট | ভোটের শতাংশে তা ছিল ২৪.০৮ ৷ অন্যদিকে কংগ্রেসের জোট প্রার্থী পেয়েছিলেন ৩৬ হাজার ৩৪১ ভোট। ফলে সেবার তৃণমূলের চেয়ে প্রায় ৫১ হাজার ভোটে পিছিয়ে ছিল কংগ্রেস | সেই ব্যবধান মুছে দিয়ে প্রায় ২৩ হাজার ভোটে জিতলেন কংগ্রেসের বাইরন| তাছাড়া ২০২১ সালের বিধানসভা ভোটে বাম, কংগ্রেস ও আইএসএফ সংযুক্ত মোর্চা তৈরি করে একসঙ্গে লড়াই করেছিল | সেখানে আইএসএফ-এর নৌশাদ সিদ্দিকী জিতলেও বাম ও কংগ্রেসকে শূন্য হাতে ভোটের ময়দান থেকে ফিরে আসতে হয় | প্রায় দু’ বছর পর সেই পরিস্থিতির বদল ঘটল | কংগ্রেসের বিধায়ক হিসেবে বিধানসভায় জায়গা করে নিতে চলেছেন বাইরন |সাগরদিঘিতে কংগ্রেসের এই জয় রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধের নতুন পন্থা বলে দাবি করছেন অনেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এই জয়কে সাগরদিঘির মানুষের জয় বলেছেন। জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে বিজেপি।যদিও এই জয়ের নেপথ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রয়েছেন বলে মত রাজনৈতিক মহলের । কারণ, প্রার্থীর নাম ঘোষণার পর মূলত তাঁর উদ্যোগের বামেদের কাছে জোট প্রস্তাব যায় | সেই প্রস্তাব মেনে প্রার্থী দেয়নি বামেরা | কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তারা | ফলে এদিনের জয়ে বহরমপুরে নিজেকে আটকে রাখতে পারেননি অধীর চৌধুরী | তিনি সরাসরি চলে আসেন সাগরদিঘিতে | সেখান থেকে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে |