দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পর্ষদ। টেট পরীক্ষার্থীরা এবার চাইলে প্রাথমিক টেটের খাতা রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য আবেদন করতে পারবে। বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে।বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, টেট-এর উত্তরপত্র তথা ওএমআর শিটের পুনর্মূল্যায়ন ও যাচাইয়ের জন্য অনলাইনে আবেদন জমা নেওয়া হবে।
২০২২ সালের টেটে অংশগ্রহণকারীরা সকলেই আবেদন করতে পারবেন।রিভিউ ও স্ক্রুটিনির আবেদনের অনলাইন পোর্টাল খুলে যাবে শুক্রবার বিকেল পাঁচটায়। চালু থাকবে ১০ মার্চ মধ্যরাত পর্যন্ত। আবেদন ফি প্রার্থীপিছু এক হাজার টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেন, ‘‘এবারই প্রথম এটা করা হচ্ছে। আমরা পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দিয়েছিলাম। পর্ষদের কাছে জমা পড়া ওএমআর শিটও দেখার সুযোগ দিয়েছিলাম। তারপরও কোনও প্রার্থীর যদি মনে হয় তাঁর মূল্যায়ন সঠিকভাবে হয়নি, তিনি চাইলে পিপিআর বা পিপিএস-এর জন্য আবেদন করতে পারেন। আমরা যথাসময়ে ফলপ্রকাশ করে দেব।’’উল্লেখ্য এ বছরই প্রাথমিক টেট পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। গত ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল রাজ্যজুড়ে। ১০ ফেব্রুয়ারি সেই পরীক্ষার ফলপ্রকাশ করেছিল পর্ষদ । ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ৬ লাখের বেশি পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছিলেন প্রায় দেড় লাখ পরীক্ষার্থী।
Hindustan TV Bangla Bengali News Portal