দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ‘হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেল কর্তৃপক্ষকে নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের।অনুব্রতকে পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া প্রসঙ্গে রাজ্য পুলিশের শীর্ষমহলের বক্তব্য, বাহিনী নিয়ে কোনও সমস্যা নেই। জেল কতৃপক্ষ ফোর্স চাইলেও কোথায় কোথায় নিয়ে যাওয়ার জন্য চাইছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি। হাইকোর্ট অর্ডারে স্পষ্ট বলা হয়েছে দিল্লি নিয়ে যাবে ইডি।এদিকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে হাত তুলে নিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনী নয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের উপরই ঠেলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
রবিবার সেরকম কোনও তৎপরতা আসানসোল জেলে লক্ষ্য করা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানা যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, তাদের বাহিনী দিয়ে অনুব্রত মণ্ডলকে কোনও সেন্ট্রাল হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারবে না।আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ভূমিকা কী হবে তা সোমবার স্পষ্ট করে দিয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল দিল্লি নিয়ে যাওয়ার সময় অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার জন্য। তা নিয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছিলেন জেল কর্তৃপক্ষ। কলকাতা হাই কোর্টের দেওয়া নির্দেশ স্পষ্ট করে হয়েছে আদালতের তরফে। বলা হয়েছে, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবে এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ।সেখানে কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা করে ফিট সার্টিফিকেট নেওয়ার পর অনুব্রতকে ইডির হাতে তুলে দেওয়া হবে। এরপর ইডি অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আরও জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ পালন করা হোক।