প্রসেনজিৎ ধর, হুগলি :- দোল উৎসবে সর্বত্র রঙিন আবির আর রং এ ভরিয়ে তোলে একে অপরকে। প্রতি বছরের মত এই বছরও উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূলের যুব সভাপতি শতদ্র করের উদ্যোগে কোন্নগর সত্যভারতী বৃদ্ধাশ্রমে আবির খেলা হল এবং মিষ্টি খাওয়ানো হল |এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার যুব নেতারা |
জীবনের সমস্ত সুখ ভালোবাসা বাঁধন কাটিয়ে নিজের বাড়ি ত্যাগ করে শেষ আশ্রয়টুকু এখন এই বৃদ্ধাবাস। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ভুলে গিয়ে আজ তারা খুশির জোয়ারে ভাসলেন একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে দিয়ে। যেন ফেলে আসা ছেলেবেলার এক টুকরো স্মৃতি তাদের জীবনে উস্কে দিল দোলের আনন্দ।
ফিরে পেলো হারানো শৈশব।আবাসিকের আবাসিকরা জানান,যে যন্ত্রণা নিয়ে এই বৃদ্ধাবাসে এসেছিলাম সেইসব কিছুই আর মনে নেই। আনন্দে সকলে মেতে উঠেছি। সকলে মিলে, সবাই খুব আনন্দ করেছে।
কেউ হয়তো ভাবেই না আমাদেরও ইচ্ছা করে আমাদেরও রঙিন জীবনে মেতে উঠতে ইচ্ছা করে। এদিন রং আবির মাখিয়ে রীতি মতো নাচ গানে মেতে ওঠে বৃদ্ধ বৃদ্ধারা। প্রতি বছরের মতো এবছরও একইভাবে মেতে উঠলো দোলের আনন্দে।