দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আজই দিল্লি যেতে হবে অনুব্রতকে। সূত্রের খবর, ৬.৪৫-এর বিমানে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি। সেই কারণে এদিন দুপুর ২:৪০ নাগাদ ডাক্তার ও ইডি আধিকারিক-সহ মোট ৫ জন তাঁকে কলকাতা বিমান বন্দরে নিয়ে আসেন। প্রবল নিরাপত্তা মধ্যে বিমানবন্দরের থ্রি-সি দিয়ে ভিতরে প্রবেশ করেন তিনি। তাঁর দিল্লি পৌঁছন এবার কেবল সময়ের অপেক্ষা। গরু পাচার মামলায় গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র কার্যত মিলে গেল জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে। ঘণ্টা দুয়েক ধরে তাঁকে খুঁটিনাটি পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিলেন, কোনও শারীরিক সমস্যা নেই অনুব্রত মণ্ডলের। এরপরই হাসপাতাল থেকে বের করা হয় তাঁকে। পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।
সেখান থেকে দিল্লি যাওয়ার পরবর্তী পদক্ষেপ চলবে বলে ইডি সূত্রে খবর।মঙ্গলবার দুপুরে জোকা ইএসআই হাসপাতাল থেকে কেষ্টকে বের করে আনা হয় কলকাতা বিমানবন্দরে। জোকার হাসপাতালের চিকিৎসকরা এদিন কেষ্টকে ফিট সার্টিফিকেট দিয়েছেন। এদিন বিমানবন্দরে পৌঁছনোর আগেই অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রার টিকিট প্রস্তুত করে রাখা হয়। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর পর বীরভূমের দাপুটে নেতা জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এমনকি ইনহেলার নিতেও দেখা যায় তাঁকে। যদিও তাঁর এই বক্তব্যের পর ইডির তরফে কেষ্টর স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।এদিন কলকাতা বিমানবন্দরে অনুব্রত মণ্ডলের তিনটে লাগেজ স্ক্যান করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কলকাতা থেকে দিল্লিগামী বিমানে অনুব্রত মণ্ডলের সঙ্গে মোট চারজন থাকবেন। চার জনের মধ্যে তিন জন ইডির গোয়েন্দা এবং একজন চিকিৎসক। ইডি সূত্রের খবর, আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কেষ্টকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিন কেন্দ্রীয় হাসপাতালের রিপোর্টার পর সেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল। হেভিওয়েট নেতাকে নিয়ে যেতে সন্ধের বিমানেও আগাম আসন বুক করে রাখা হয়েছিল। ৬.৪৫ এর ভিস্তারা বিমানে দিল্লি যাবেন অনুব্রত। বিমানযাত্রায়ও স্বাস্থ্যের দিকে নজর রেখে একজন চিকিৎসককেও সঙ্গে রাখে হয়েছে।