প্রসেনজিৎ ধর, কলকাতা :-বুধবার আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি।টুইটে সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। তিনি লেখেন, “আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সে বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যেকোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।”বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার।”
উল্লেখ্য, রাজ্য সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্প নিয়েছে। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে মহিলারা যে যথেষ্ট উপকৃত হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।শুভেচ্ছা জানাতে গিয়ে আজ কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। টুইট বার্তায় বলেন, “এখনও সংসদে নারী সংরক্ষণ বিল পাশ হয়নি, আমি গর্বিত ১৬ তম লোকসভায় আমাদের দলের ৩৫ শতাংশ মহিলা সদস্য রয়েছেন। সম্প্রতি আমাদের সরকার “স্বাস্থ্যসাথী” নামে এক স্বাস্থ্য বিমা চালু করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরিবারের মহিলা সদস্যের পরিবারের প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে এই স্মার্ট কার্ড দেওয়া হবে।”নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া হ্যাশট্যাগ দিয়ে নারী দিবসে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “নারী শক্তির কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাই। ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে গুরুত্ব দিই। আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য আরও কাজ চালিয়ে যাবে।”
Hindustan TV Bangla Bengali News Portal