দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় খোদ ইউনেস্কো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়েছে ইউনেস্কোর অধীনে থাকা “ইউনেস্কো ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং” এর আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পেয়েই নবান্ন শীর্ষ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলেই সূত্রের খবর। মূলত ইউনেস্কোর অধীনে থাকা এই সংস্থা বিভিন্ন দেশে শিক্ষার প্রসারে কাজ করে থাকে। বিশেষত প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষা সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কী প্রয়োজন, সেই বিষয় সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে এই সংস্থা।
ইতিমধ্যে নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রের দাবি, চলতি সপ্তাহেই বৈঠকে হতে পারে দু’পক্ষের মধ্যে।ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং দেশ-বিদেশে শিক্ষাপ্রসারের কাজ করে থাকে। বিশেষত প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষা সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কী প্রয়োজন, সেই বিষয় সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে তারা। এবার সেই আন্তর্জাতিক সংস্থা জুড়তে চলেছে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে। জানা গিয়েছে, বাংলার বুনিয়াদি শিক্ষার সঙ্গে জুড়তে চায় তারা।রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য একাধিক সামাজিক প্রকল্প এনেছে। যার উপকার পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই সমস্ত সামাজিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় তারা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই ইচ্ছের কথা ব্যক্ত করেছে ইউনেস্কো। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্যের শিক্ষাব্যবস্থার লাগাতার সমালোচনা করেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে কেন্দ্রের রিপোর্টে প্রশংসিত হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। এবার সরাসরি ইউনেস্কো যুক্ত রাজ্যের বুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত হতে চাইছে। সবমিলিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে।
Hindustan TV Bangla Bengali News Portal