Breaking News

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মোদিকে চিঠি শান্তিনিকেতন ট্রাস্টের!

দেবরীনা মণ্ডল সাহা :- শান্তিনিকেতন ট্রাস্ট উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে চিঠি লিখল প্রধানমন্ত্রীকে। বিতর্ক অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে।বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। অনেকেই অভিযোগ করেন, কথায় কথায় বিশ্বভারতীর উপাচার্য পড়ুয়া, অধ্যাপকদের সাসপেন্ড করেন। এটা যে উপাচার্যের ব্যক্তিগত আক্রোশ, তা বোঝাই যায়। তার উপর সম্প্রতি জমিজট বিতর্ক নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দ্বৈরথ তৈরি হয়েছে তাঁর। জমিজট কাটাতে আসরে নামতে হয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে উপাসনা গৃহে বসে নাম না করে নোবেলজয়ী অর্থনীতিকে দুষেছেন তিনি। শুধু তাই নয়, আশ্রমিকদের নিয়ে নানা সময় আক্রমণ করতে দেখা গিয়েছে |

উপাসনা গৃহ শান্তিনিকেতন ট্রাস্টের অধীনস্থ। সেখানে বসে সাধারণত আশ্রমিক এবং উপাচার্যের সঙ্গে মত বিনিময় হয়। অথচ শান্তিনিকেতন ট্রাস্টের অভিযোগ, উপাচার্য করছেন ঠিক বিপরীত কাজ। উপাসনা গৃহে বসেই বারবার রাজনৈতিক আলোচনা করছেন তিনি। যা নীতিবিরুদ্ধ। এই অভিযোগে উপাচার্যর বিরুদ্ধে এবার আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাল শান্তিনিকেতন ট্রাস্ট। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়া, অধ্যাপকদের সাসপেন্ড করার অভিযোগ রয়েছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছিলেন। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সম্প্রতি জমিজট বিতর্ক নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও অপমান করেন তিনি। এমনকী উপাসনা গৃহে বসে আশ্রমিকদের নিয়ে নানা সময় আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। সদ্য বসন্ত উৎসব বন্ধ করে দিয়ে বসন্ত বন্দনা করেছেন তিনি।
বিশ্বভারতীতে যে উপাসনা গৃহ রয়েছে সেটা শান্তিনিকেতন ট্রাস্টের অধীনে। আর সেখানে বসে আশ্রমিক এবং উপাচার্যের সঙ্গে মত বিনিময় হয়। কিন্তু শান্তিনিকেতন ট্রাস্টের অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী উপাসনা গৃহকে ব্যবহার করে রাজনৈতিক বৈঠক করছেন। উপাসনা গৃহে বসেই একাধিকবার রাজনৈতিক আলোচনা করছেন তিনি। যা নীতিবিরুদ্ধ হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে এবার আচার্য তথা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হল। আর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি সেখানে করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *