দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে টলি অভিনেতা। বৃহস্পতিবারই অভিনেতা-প্রযোজক বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সকাল সাড়ে দশটা নাগাদ ইডির দফতরে যান অভিনেতা। কুন্তলের ব্যাঙ্কের নথিতে পাওয়া গিয়েছে বনির নাম। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে চাঞ্চল্যকর দাবি। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরেই তিনি পৌঁছলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।
তবে এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তলের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তলব করা হয়েছে তাঁকে।টলিউডের অভিনেতা হওয়ার পাশাপাশি বনি প্রাক্তন বিজেপি কর্মীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে গত জানুয়ারি মাসে তিনি বিজেপির সদস্যপদ ছেড়েও দেন। নিয়োগ মামলায় ইডির তলব প্রসঙ্গে বনিকে প্রশ্ন করা হলে, তিনি সোজাসাপটা জানিয়ে দিয়েছিলেন তিনি যাবেন। বনির কথায়, ‘‘হ্যাঁ হ্যাঁ (যাব)! না যাওয়ার কী আছে?’’ বৃহস্পতিবারই হাজিরা দিলেন তিনি। অভিনেতার মা প্রিয়া সেনগুপ্তও জানান, ইডির দফতরে গিয়েছে বনি। তিনি বলেন, ‘কুন্তল একজন প্রযোজক হিসাবে এসেছিল। ২০১৭ সালে উনি কিসের সঙ্গে যুক্ত তা তো জানার কথা নয় আমাদের।’ নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আবার ইডি দফতরে তলব করা হয়েছে। কুন্তল ‘ঘনিষ্ঠ’ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকেও তলব করেছে ইডি। এই সোমার পার্লারেই রয়েছে বনি ঘনিষ্ঠ অভিনেত্রীর ছবি রয়েছে। তাহলে কি, টলিউড অভিনেতার সঙ্গেও টাকার লেনদেন হয়েছিল কুন্তলের? হয়ে থাকলে, তার পিছনে কী কারণ রয়েছে? অর্থাৎ, কীসের জন্য কুন্তল এবং বনির মধ্যে টাকার দেওয়া নেওয়া হয়েছিল? এই সব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।