Breaking News

১০ মার্চ থেকে মাধ্যমিকের খাতা নিতে হবে শিক্ষকদের!ধর্মঘটের দিনটাকেও বেছে নিল পর্ষদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বকেয়া মহার্ঘভাতার দাবিতে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ। আর ওইদিন থেকে শিক্ষকদের মধ্যে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র বিলি করার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । যার ফলে বিপাকে পড়েছেন ধর্মঘটের সমর্থক শিক্ষকরা।মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সদ্য। এবার ফল প্রকাশের অপেক্ষা। তার আগে শিক্ষক শিক্ষিকাদের উত্তরপত্র বিলি করার প্রক্রিয়া শুরু হচ্ছে। কোন কোন দিন খাতা সংগ্রহ করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা, তা জানিয়ে দেওয়া হল মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে।

মার্চ মাসেই পরপর চারদিন উত্তরপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১০, ১১, ১৩, ১৫, ১৯ ও মার্চ দেওয়া হবে উত্তরপত্র। খাতা আনতে যাওয়ার জন্য স্কুল ছুটিও নিতে পারবেন তাঁরা।উল্লেখযোগ্যভাবে ১০ মার্চ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে প্রথম দিন হিসেবে। আর ওই দিনই রাজ্য জুড়ে সরকারি দফতরগুলিতে বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকেও এ বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে। এর আগে মাধ্যমিকের খাতা হারানোর অভিযোগ সামনে এসেছিল। তাই সাবধানে উত্তরপত্র নিয়ে যেতে বলা হয়েছে পর্ষদের তরফে।২০২০ সালে উত্তরবঙ্গে খাতা হারানোর ঘটনা ঘটেছিল। এক শিক্ষক খাতা নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিল সেগুলি। তুফানগঞ্জের সেই ঘটনায় অবশ্য পরে খাতাগুলিল উদ্ধার হয়েছিল। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে দিকে নজর রাখছে পুলিশ | অন্যদিকে পর্ষদের এই নির্দেশিকায় বিপাকে পড়েছেন ১০ তারিখে ধর্মঘট ডাকা সরকারি কর্মীরা। ওই দিন রাজ্যজুড়ে সরকারি দফতরগুলিতে বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীদের একাংশ। পর্ষদের নির্দেশ মেনে তাঁরা আদৌ খাতা নিতে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৯৮ হাজার ৯২৮।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *