দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল। বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ জীবনে বহু মামলা তিনি লড়েছেন। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ আইনজীবী। বৃহস্পতিবার ভোরে নিউ আলিপুরের বাড়িতে তাঁর মৃত্যু হয়।সৌজন্যতা বজায় রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিরোধী আন্দোলনের পরিসর থেকে রাজ্যের ক্ষমতার অলিন্দে মমতার উঠে আসার পিছনে বড় ভূমিকা পালন করেছিল সিঙ্গুরের জমি আন্দোলন | জোর করে কৃষকদের জমি দখলের বিরুদ্ধে বাংলার মধ্যে একমাত্র মমতাই গর্জে উঠেছিলেন বাম সন্ত্রাসের বিরুদ্ধে। করেছিলেন ২৬ দিনের টানা অনশনও। রাজ্য রাজনীতিতে তো বটেই, দেশের রাজনীতিতেও সে এক ইতিহাস। পরে মমতা মুখ্যমন্ত্রী হয়ে জোর দিয়েছিলেন কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে। সেই আইনি লড়াইয়ে টাটাদের হয়ে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল | এদিন তাঁর মৃত্যুত্বে দূরত্ব মুছে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শোকবার্তা দিয়েছেন মমতা।জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন সমরাদিত্য পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ আইনজীবী। আদালত এবং আইনজীবী মহলে ‘বাচ্চু’ নামেই পরিচিতি ছিলেন ব্যারিস্টার সমরাদিত্য। আইন ব্যবসার পাশাপাশি আইন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বইও লিখেছেন তিনি।
নব্বইয়ের দশকে তাঁর স্ত্রী বিচাপতি রুমা পাল কলকাতা হাইকোর্টে নিযুক্ত হয়েছিলেন। দীর্ঘ সময়ে প্রকাশ্য কোনও অনুষ্ঠানে দেখা যায়নি দু’জনকে। পরে বিচারপতি রুমা পাল সুপ্রিম কোর্টেও পদোন্নতিও পেয়েছিলেন।২০১১ সালের বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে বিধানসভায় ‘সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল’ এনে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে সক্রিয় হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আইনের বিরুদ্ধে টাটা মোটরসের তরফে মামলা লড়েছিলেন সমরাদিত্য। এদিন সেই বিবাদ ও দূরত্ব মিটিয়ে মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সমরাদিত্য (বাচ্চু) পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর। ব্যারিস্টার সমরাদিত্য পাল সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে সওয়াল করেন। সংবিধানের ভাষ্যে ও আইনের ব্যাখ্যায় শ্রদ্ধেয় ভাষ্যকার ছিলেন। ভারতীয় সংবিধান নিয়ে তাঁর অমূল্য গ্রন্থাবলী আছে। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত সমরাদিত্য পালের সহধর্মিণী জাস্টিস রুমা পাল সহ আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’