দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর আজ সকাল আটটা নাগাদ মহম্মদ আরিফ আনসারি নামে ওই আইনজীবী ব্রিজের মাঝখানে বাইক রেখে গঙ্গায় ঝাঁপ দেন। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। ঝাঁপ দেওয়ার আগে তিনি পরিবারকে ফোনও করেন। ওই আইনজীবীর খোঁজ চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ এক ব্যক্তির। শনিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ আরিফ আনসারি। তিনি কাঁকুড়গাছি পুলিশ স্টেশনের অন্তর্গত মতিলাল বসাক লেনের বাসিন্দা। পেশায় আইনজীবী তিনি। পুলিশ সূত্রে খবর, গত তিন বছর আগে তিনি বিয়ে করেছেন এবং তাঁদের দুই বছরের একটি সন্তানও রয়েছে।আরিফের পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় তাঁর।
এরপর তিনি শনিবার সকালে বাইক নিয়ে বাড়ি থেকে বার হয়ে যান। এদিন বাইক রেখে দ্বিতীয় হুগলি ব্রিজের উপর থেকে ঝাঁপ দেন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ব্রিজের ধার থেকেই ওই যুবকের বাইকের চাবি পাওয়া গিয়েছে।বাইকের সূত্র ধরেই ওই যুবকের নাম এবং ঠিকানা জানা যায়। সূত্রের খবর, তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। বাইকে করে সেতুতে ওঠার পর একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ান আরিফ। এরপর তিনি লাফ দেন সেতু থেকে। তাঁকে সেতুর উপরে উঠতে দেখে প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বোঝানোর চেষ্টা করেন অনেকেই।পুলিশ কর্মীরাও অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করলেও সেতু থেকে ঝাঁপ দেন তিনি। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? নেপথ্যে কি সংসারিক অশান্তি? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।