নিজস্ব সংবাদদাতা :- বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর | ৭ তারিখ দুপুর আড়াইটেয় দমদম বিমানবন্দরে নামবেন তিনি | এরপর সেখান থেকেই হেলিকপ্টারে হলদিয়ায় যাওয়ার কথা তাঁর | সেখানে হলদিয়া পেট্রোকেমিক্যালে এক অনুষ্ঠানে যোগ দেবেন | এরপর বিকেল সাড়ে ৪টেয় জনসভা | সন্ধ্যা ৬টায় ফের দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি | প্রয়োজনে পরিবর্তন হতে পারে এই সূচির | হলদিয়ায় তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদী|
আর একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন | কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার তেল সংস্থার একটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায় ৪ হাজার ৭৪২ কোটি টাকার প্রকল্প জাতীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন | ভারতীয় ওয়েল কর্পোরেশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট প্রকল্পগুলির মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন গেইল ২ হাজার ৪৩৩ কোটি টাকা ব্যায়ে ডবি-দুর্গাপুরে যে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন তৈরি করেছে সেটিও অন্তর্ভুক্ত রয়েছে | এই পাইপলাইনটি প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের একটি অংশ | এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানান হয়েছে |
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর হলদিয়া সফর ঘিরে রীতিমত সাজসাজ রব | প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে হলদিয়াস্থিত আইওসি, বিপিসিএল সহ একাধিক তেল সংস্থা |তৎপরতার সঙ্গে প্রস্তুতি চলছে হেলিপ্যাড ময়দানে | রাজ্যের আসন্ন নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি | আর সেই কারণেই বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনও রীতিমত নজর দিচ্ছে রাজ্যের উন্নয়নের দিকে |