দেবরীনা মণ্ডল সাহা :- পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার | রণক্ষেত্রের আকার নিল সুবোধ মল্লিক স্কোয়ার | বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন | শুক্রবার বেতন কাঠামো চালু-সহ একাধিক দাবি তুলে নবান্ন অভিযানের ডাক দেয় পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ | মিছিল শুরু হতেই কড়া অবস্থান নেয় পুলিশ। কর্মসূচির শুরুতেই মিছিল আটকানোর অভিযোগ ওঠে | এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি |
এদিন দুপুর ১২টায় পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানের কথা ছিল | সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে রানী রাসমনি রোডের দিকে এগোনোর অনুমতিও ছিল | তবে পুলিস তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করায় | প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধের পর ধৈর্য হারিয়ে এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার বাধে | পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা | যদিও অভিযোগে অস্বীকার করেছে পুলিস|আন্দোলনকারীদের অভিযোগ, “পুলিশ নির্মমভাবে আমাদের উপর লাঠিচার্জ করে। বুকে মারে | বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন |” অসুস্থ এক পার্শ্ব শিক্ষকের কথায়, “আমরা ন্যায্য দাবিতেই এই কর্মসূচি ডেকেছিলাম | আমরা ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি না| মা-বাবার চিকিৎসা করাতে পারি না| অথচ মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়া নিয়ে কোনও সহানুভূতিই দেখান না | উল্টে রাজ্যের পুলিশ আমাদের উপর এভাবে লাঠি চালাল |