Breaking News

প্রতি বছরই পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে,বরাদ্দ ১০০ কোটি : প্রস্তাব মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আগে পার্শ্ব-শিক্ষকদের দাবিপূরণ হল | তাঁদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |আজও নবান্ন অভিযান করেছেন ওঁরা দাবি ছিল বেতন কাঠামোর পুনর্বিন্যাস|তার কয়েক ঘণ্টার মধ্যেই বাজেট পর্বে বড়সড় প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুক্রবার রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতি বছর পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি| পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে ১০০ কোটি বরাদ্দ হয়েছে |” ৬০ বছরের ঊর্ধ্বদের জন্য রাজ্য সরকার পেনশন দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী |পাশাপাশি দেড় হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ করার প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে | মুখ্যমন্ত্রীর প্রস্তাব, দেড় কোটি নতুন কর্ম সংস্থান আগামী ৫ বছরে | গত ১০ বছরে ৪ লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগ | আগামী ৩ বছরে বিভিন্ন বিভাগে শূন্যপদগুলিতে নিয়োগ হবে | বিগত ১০ বছরে ১০০ দিনের কাজে ৭.২৪ কোটি গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে | প্রসঙ্গত, বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন পার্শ্বশিক্ষকরা | তারপরই বাজেটে তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *