প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিস্ফোরক দাবি বিধানসভার অধ্যক্ষের। সাম্প্রতিক সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস বিধায়ক সম্পর্কে মন্তব্য করে আলোচনার শীর্ষে বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন জয়ী প্রার্থী বাইরন বিশ্বাস নিজেই তাঁকে জানিয়েছেন যে তিনি তৃণমূলেরই।মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস জয়ী হওয়ায় মনে করা হয়েছিল এবার বাংলার বিধানসভায় আরও একবার পা রাখতে চলেছে কংগ্রেস। কিন্তু এখন সেই সম্ভাবনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সাগরদিঘির উপনির্বাচনে ২৩ হাজার ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস আদতে ‘তৃণমূলের লোক’। আর তারপরেই জল্পনা আরও তীব্র হয়েছে বায়রনকে ঘিরে। এমনিতেই তাঁর জয়ের পরে পরেই প্রশ্ন উঠে গিয়েছিল তিনি কতদিন কংগ্রেসে থাকবেন তা নিয়ে। প্রশ্ন উঠেছিল উন্নয়নের স্বার্থে তৃণমূলে কবে যোগ দেবেন তিনি, তা নিয়েও। এবার খোদ রাজ্য বিধানসভার অধ্যক্ষের দাবিতে সেই জল্পনাই আরও তীব্র হয়ে উঠল।রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে দূরে সরে গিয়েছে বলে আমার মনে হয় না। সাগরদিঘি একটি বিক্ষিপ্ত ঘটনা ছিল। আপনারা দেখেছেন নব নির্বাচিত বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি তৃণমূলের লোক এবং তৃণমূলের ভোটেই তিনি জিতেছেন। আমাদের প্রার্থী নির্বাচনে হয়তো কোনও ত্রুটি ছিল। তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা, সেটা আমি বলতে পারব না।’ কিন্তু অধ্যক্ষ যেভাবে বায়রনের স্বউক্তি ‘তৃণমূলের লোক’-কে তুলে ধরেছেন তাতে করে জল্পনা এখন রাজ্য রাজনীতিতে ঝড়ের বেগে ছুটতে শুরু করে দিয়েছে। এমনিতেই জয়ের পরে ২ সপ্তাহ কেটে গেলেও বিধানসভায় পা রাখতে পারেননি বায়রন। এমনকী খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী নিজে এই বিষয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেও বায়রনের শপথের দিন ঠিক করতে পারেননি।