Breaking News

ফের শহরে টাকার পাহাড়!হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, আটক এক যুবক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাওড়া স্টেশন থেকে আবার উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ৫০ লক্ষ বলে আরপিএফ সূত্রে খবর। আরপিএফ সূত্রে খবর, গত ১০ মার্চ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন এক যুবক।

সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর পিঠে থাকা নীল ব্যাগ খোলার পরই মেলে নগদ ৫০ লক্ষ টাকা।এবার ঘটনাস্থল ব্যস্ত এবং জনবহুল হাওড়া স্টেশন। সূত্রের খবর, বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম প্রহ্লাদ রাম। তিনি রাজস্থানের বাসিন্দা। শনিবার হাওড়া স্টেশনে পৌঁছান। তাঁর গতিবিধি দেখে সন্দেহের উদ্রেক হলে আরপিএফ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশি চালানো হয় তাঁর ব্যাগে। সূত্রের খবর প্রহ্লাদের ব্যাগে তল্লাশি চালানোর পরেই নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। আচমকা এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার ফের প্রশ্ন উঠছে একগুচ্ছ। কিসের টাকা এবং তা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন প্রহ্লাদ প্রশ্ন উঠেছে তা নিয়ে। জানা গিয়েছে, ধৃত ব্যাক্তি ওই বিপুল টাকা তাঁর ব্যবসার কাজের বলে দাবি করেছেন। যদিও সেই বক্তব্যে অসংগতি পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে। সোমবার ধৃতকে আদালতে পেশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *