দেবরীনা মণ্ডল সাহা :- মৌলিক গানের বিভাগে অস্কারের মঞ্চে সেরার শিরোপা জিতে নিল ‘নাটু নাটু’। রিয়ানা, লেডি গাগার মতো তাবড় পপতারকাদের পিছনে ফেলে চূড়ান্ত দৌড়ে বাজিমাত এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির গানের। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন গীতিকার চন্দ্র বোস ও সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। ‘নমস্তে’ বলে সেরার শিরোপা গ্রহণ করেন তাঁরা। গর্বে, আনন্দে উদ্বেলিত তখন গোটা দেশ।অনুষ্ঠিত হল ‘৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ অর্থাৎ ‘অস্কার ২০২৩’। বিনোদন দুনিয়ার অন্যতম বড় মঞ্চে ভারতের জয়জয়কার। জোড়া অস্কার এল ভারতে। প্রথম ‘সেরা ডক্যুমেন্টারি শর্ট ফিল্ম’বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর হাত ধরে। এরপর যে মনোনয়নের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ, সেই আশা পূরণ করে অস্কার পেল ‘নাটু নাটু’ । ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে এই প্রথম ভারত অস্কার পেল। অন্যদিকে এদিনে অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয় এই তেলুগু গানের লাইভ পারফর্ম্যান্স। কোন বিভাগে কারা কারা পেলেন সেরার শিরোপা, রইল গোটা তালিকা।
সেরা ছবি – ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’
সেরা অভিনেত্রী – মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা – ব্রেন্ড্যান ফ্রেসার (দ্য হোয়েল)
সেরা পরিচালক – ড্যানিয়েল ক্যোয়ান, ড্যানিয়েল স্কিনার্ট (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
বেস্ট ফিল্ম এডিটিং – ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’
বেস্ট অরিজিন্যাল সং – ‘নাটু নাটু’ (আর আর আর)
বেস্ট সাউন্ড – ‘টপ গান: মেভারিক’
বেস্ট অ্যাডপ্টেড স্ক্রিন প্লে – ‘ওম্যান টকিং’
বেস্ট অরিজিন্যাল স্ক্রিন প্লে – ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’
বেস্ট ভিস্যুয়াল এফেক্টস – ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’
বেস্ট অরিজিন্যাল স্কোর – ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
বেস্ট প্রোডাকশন ডিজাইন – ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম – ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’
বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম – ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম – ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
বেস্ট কস্টিউম ডিজাইন – ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং – ‘দ্য হোয়েল’
বেস্ট সিনেম্যাটোগ্রাফি – ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
বেস্ট লাইভ অ্যাকশন শর্ট – ‘অ্যান আইরিশ গুডবাই’
বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম – ‘নাভালনি’
সেরা সহ অভিনেত্রী – জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ অভিনেতা – কে হুয় ক্যুয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম – ‘গিয়েরমো ডেল টোরোজ পিনোকিও’ |