প্রসেনজিৎ ধর, কলকাতা :- সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৭ মার্চ কালীঘাটের কার্যালয়ে হবে এই বৈঠক। আগামী দিনে দলের কাজ কী হবে এবং সেই কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে ওই বৈঠকে তার পথনির্দেশ দেবেন তৃণমূলনেত্রী৷সেখানে হাজির থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য শীর্ষ নেতারা। মনে করা হচ্ছে, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির কারণেই ওই বৈঠক ডেকেছেন মমতা।আগামী মে মাসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তৃণমূল সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে সেই নির্বাচনের জন্য দলীয় কর্মসূচি এবং নীতি নির্ধারণ করা হবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য দল কী কী কৌশল নিতে পারে, তা নিয়ে এখন থেকেই নেতাদের সঙ্গে আলোচনা করবেন দলনেত্রী স্বয়ং।
তৃণমূলের শীর্ষ নেতারাই শুধুমাত্র এই বৈঠকে হাজির থাকবেন। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের কাছে বৈঠকে উপস্থিত হওয়ার নির্দেশ চলে গিয়েছে।সূত্রের খবর, আগামী ১৭ মার্চ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদেরই ডাকা হয়েছে কালীঘাটে। আগামী দিনে দলের কাজ কী হবে এবং সেই কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেসবের রূপরেখা তৈরি করা নিয়েও কথা হতে পারে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্টের বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে বার্তা এখান থেকে দেওয়া হবে। ইতিমধ্যেই একাধিক শীর্ষনেতা ফোন পেয়ে গিয়েছেন কালীঘাটের বৈঠকে উপস্থিত থাকার জন্য। দলের উঁচুতলার নেতাদের ডেকেই বিশেষ বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।