দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবের প্রেক্ষিতে ফের হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি। এদিন তাঁর গাড়ির বিভিন্ন নথি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন বনি। গতবারের জিজ্ঞাসাবাদের সময় ইডি আধিকারিকরা জানতে পেরেছিলেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের টাকায় বনি কিনেছিলেন ল্যান্ডরোভার গাড়ি।
সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ও টাকা লেনদেনের নথি আনতে বলা হয়েছিল তাঁকে। সেই সকল নথি নিয়ে এ দিন হাজিরা দেন বনি।বনি প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, সিনেমা করার অগ্রিম হিসেবে কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি৷ এদিন সেই গাড়ি কেনার কাগজপত্র নিয়ে বনি ফের হাজিরা দিতে বলা হয় বনিকে৷ সঙ্গে তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত তথ্য এবং নথিও নিয়ে আসতে বলা হয়েছিল৷ সূত্রের খবর, এ দিন সেই নথি নিয়ে এসেছেন বনি৷ প্রসঙ্গত গত ৯ মার্চ তাঁকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি৷ সেই জিজ্ঞাসাবাদের পর বনির গাড়ির বিষয়ে তথ্য জানতে চেয়ে মঙ্গলবার আবার তাঁকে তলব করা হয়েছিল।বনি সেনগুপ্তর দাবি, তাঁর কাছ থেকে কিছু নথিপত্র চাওয়া হয়েছিল। তিনি সেই সকল নথি এনে ইডি আধিকারিকদের পেশ করেছেন। তাঁকে ফের ডাকা হয়েছে কি না সেই উত্তর দিতে গিয়ে অভিনেতা বলেন যে সেটা ইডি জানাবেন। তবে টাকা ফেরত দেবেন কি না সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।দীর্ঘ আড়াই ঘণ্টার জেরার পর সিজিও কম্পপ্লেক্স থেকে বের হন অভিনেতা বনি সেনগুপ্ত।