দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় বিস্ফোরক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, কুন্তল ঘোষই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। সোমবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতে পেশের আগে এমনই বিস্ফোরক দাবি করেন শান্তনু। তিনি বলেন, আমি কোনওকিছুতেই জড়িত নই, সেটা আগামীদিনে প্রমাণ হবে। ওর টাকাগুলো অন্য রাজ্যে পাঠাচ্ছে। কারও নির্দেশে টাকা দেওয়া হয়নি, মিথ্যে কথা বলছে কুন্তল। মিথ্যে অভিযোগ করে তদন্ত ভুল পথে চালনার চেষ্টা করছে বলেও অভিযোগ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতার। নিয়োগ দুর্নীতিতে গত শুক্রবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় ইডিগ্রেফতার করে হুগলির দাপুটে নেতা শান্তনুকে।
ইডির তলব পেয়ে ওইদিন সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন হুগলির জেলা পরিষদের কর্মাধক্ষ্য শান্তনু। সাত ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে শান্তনুকে। সূত্রের খবর, এদিন তাঁর সম্পত্তি সংক্রান্ত নানা তথ্য চেয়ে পাঠায় ইডি । এর আগেও তাঁকে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির দিনই শান্তনুর হুগলির বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় শান্তনুকে দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানেই বিস্ফোরক দাবি করেন শান্তনু। কুন্তলের নাম করে তাঁকেই গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেন তৃণমূল নেতা। শান্তনুর কথায়, “কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। এখন নজর ঘোরাতে অনেক কথা বলছে। অনেকের নাম জড়াচ্ছে। এদিকে জেলে বসেই নিজের টাকা, সম্পত্তি অন্য রাজ্যে পাঠানোর চেষ্টা করছে কুন্তল |”