প্রসেনজিৎ ধর, কলকাতা :- গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ আইনজীবী সঞ্জয় বসু। তাই গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী সঞ্জয় বসু। মঙ্গলবার তাঁর আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। বুধবারই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে সঞ্জয়ের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।ভুয়ো অর্থলগ্নি সংস্থার একাধিক মামলায় আইনজীবী ছিলেন সঞ্জয় বসু। সেই সূত্র ধরেই ইডির স্ক্যানারে তিনি বলে দাবি সূত্রের। ইতিমধ্যে ১ মার্চ তাঁকে দিনভর বাড়িতে বসিয়ে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়িতে। বুধবার ফের সঞ্জয় বসুকে ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।
এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন সরকারি প্যানেলভুক্ত আইনজীবী। সঞ্জয় বসুর অভিযোগ, তাঁকে বারবার তলব করে হেনস্তা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বিষয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তিনি। ইডির পক্ষ থেকে দু’দিনের সময়সীমা চায় আদালতে কাছে। বিচারপতি ইডির আবেদন নামঞ্জুর করেন। আগামিকাল অর্থাৎ বুধবার সকালে মামলার শুনানি |এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার নিজেদের দফতরে আইনজীবী সঞ্জয় বসুকে তলব করেছে ইডি। জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তা এড়াতে আগেভাগেই গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ইডি তাঁকে ডেকে বারবার হেনস্থা করছে। সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসুর দাবি, ভুয়ো অর্থনৈতিক সংস্থার একাধিক মামলায় রাজ্যের আইনজীবী ছিলেন তাঁর মক্কেল। সে কারণেই সঞ্জয়কে বার বার হেনস্থা করছে ইডি। ইডি সূত্রের দাবি, প্রায় ২২ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর সঞ্জয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। ওই নথিপত্রর বিষয়েই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার রয়েছে বলে দাবি ইডির। তাই আগামীকাল ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।