Breaking News

মার্চেই বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!বঙ্গে সাক্ষাৎ হতে চলেছে মুখ্যমন্ত্রী–রাষ্ট্রপতির

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দেশের রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরে বাংলায় আসছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আগামী ২৭ মার্চ রাষ্ট্রপতি কলকাতায় পৌঁছবেন। সেদিন বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার হবে বলে ঠিক হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে রাষ্ট্রপতির।নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ সকালে কলকাতায় পৌঁছবেন রাষ্ট্রপতি। ওই দিন বিকেলেই রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। নেতাজি ভবন থেকে যাবেন জোড়াসাঁকো। ঠাকুরবাড়ি পরিদর্শনের পর রাষ্ট্রপতির ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।

পরদিন ২৮ মার্চ সকালে বেলুড়মঠ ঘুরে তিনি চলে যাবেন শান্তিনিকেতন। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, শান্তিনিকেতনের অনুষ্ঠান সেরেই রাষ্ট্রপতি দিল্লি ফিরে যাবেন।দেশের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু| রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতার সমর্থন যশবন্ত সিংয়ের দিকে ছিল ঠিকই। তবে পরবর্তীতে বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করতেই মমতা জানিয়েছিলেন, আগে জানলে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া যেত। এরপর রাষ্ট্রপতি পদে আসিন হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার উত্তরে বাংলার মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করেছিলেন রাষ্ট্রপতি। এরপর দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল দ্রৌপদী মুর্মুর। তবে এবার একাধিক কর্মসূচি নিয়ে বাংলায় পা রাখতে চলেছেন রাষ্ট্রপতি বলেই খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *