প্রসেনজিৎ ধর :-রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার বিরুদ্ধে মানহানির মামলার নোটিস দিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তৃণমূল মন্ত্রী শশী পাঁজা অভিযোগ তুলেছিলেন, অনেকেই চাকরি হারিয়েছেন যারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুপারিশে চাকরি পেয়েছিলেন। এ নিয়ে শশী পাঁজাকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করা হচ্ছে। সৌমেন্দু অধিকারীর হয়ে এই আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অনির্বাণ চক্রবর্তী।
সৌমেন্দুর বক্তব্য, গত ১৪ মার্চ। শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করে শুভেন্দুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।তৃণমূল ভবনে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতাকে নিয়ে শশী ‘অসত্য তথ্য’ পরিবেশন করেছেন বলে নোটিসে অভিযোগ করা হয়েছে। সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেছেন, ‘একটি কাগজ দেখিয়ে শুভেন্দু অধিকারীর সুপারিশে ৫৫ জনের চাকরি হয়েছিল বলে দাবি করেছিলেন শশী পাঁজা।এই ভিত্তিহীন দাবির কারণে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে। তাই আইনি নোটিস পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে শশী পাঁজা যদি তাঁর মন্তব্য প্রত্যাহার না করেন, তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সৌমেন্দুর এই আইনি নোটিস নিয়ে প্রতিক্রিয়া জানতে একাধিক বার যোগাযোগ করা হলেও শশীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।সৌমেন্দু অধিকারীর বক্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এর ফলে শুভেন্দুর মানহানি করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সৌমেন্দু অধিকারী। এ নিয়ে পাল্টা সৌমেন্দুকে আক্রমণ করেছেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, ‘মন্ত্রীদের বিরুদ্ধে এরকম নোটিশ পাঠানো হয়েই থাকে। যে খুশি আইনি নোটিশ পাঠাতে পারে। তাতে কিছু এসে যায় না। আগে উনি প্রমাণ করুক।’