প্রসেনজিৎ ধর, কলকাতা :-শুক্রবার দিল্লির ইডি অফিসে হাজিরা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক। ইডি সূত্রে খবর, লাভপুরের ওই শিক্ষাকর্মীর বোলপুরে একটি বিশাল বাড়ি রয়েছে। অনুব্রতর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছে ইডি। সেই সূত্র ধরেই তাঁকে ডাকা হয়েছে। বিজয়ের আর কী সম্পত্তি রয়েছে, বাড়ি বানানোর টাকা কোথা থেকে এল, অনুব্রতর সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা সেইসব জানতে চায় ইডি। গতকালই বিজয়কে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। ২০ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ ছিল। পাশাপাশি অনুব্রতর রাঁধুনিকেও তলব করা হয়।বোলপুরের বাহিড়ি গ্রামের বাসিন্দা বিজয় রজক। বয়স ৩২ বছর। পরবর্তীকালে গ্রাম থেকে এসে কালিকাপুরে থাকতে শুরু করেন বিজয়। দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
কালিকাপুরে একটি বাড়ি বানিয়েছিলেন বিজয়। অনুব্রত মণ্ডলের সূত্র ধরে লাভপুর শম্ভুনাথ কলেজে অশিক্ষক কর্মী পদে চাকরি পেয়েছিলেন। এর পাশাপাশি তিনি অনুব্রতর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেন। সমস্ত জনসভায় অনুব্রতর ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বও ছিল বিজয়ের কাঁধে। এছাড়া অনুব্রতর রাঁধুনী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।অনুব্রতর ঘনিষ্ঠদের তালিকায় নাম রয়েছে বিজয় রজকের। গত সপ্তাহেই তাঁকে নোটিস পাঠায় ইডি। তার ভিত্তিতেই এদিন দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন বিজয়। শোনা যাচ্ছে, মূলত তাঁর সম্পত্তির উৎস জানতেই এই তলব। তবে এই প্রথম নয়, অনুব্রতকে গ্রেপ্তারের পর থেকেই বিজয় রজকের উপর নজর ছিল তদন্তকারীদের। একাধিকবার তাঁকে জেরার সম্মুখীনও হতে হয়েছে। আগেই তাঁর একটি অ্যাকাউন্টের অর্থ ফ্রিজ করেছে তদন্তকারীরা।