Breaking News

এবার সম্পত্তি মিউটেশনের জন্য বাড়িতে গিয়ে তৎকাল পরিষেবা চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। অনেকে আছেন যারা কাজে ব্যস্ত থাকার কারণে এই কাজের জন্য বার বার পুরসভায় আসতে পারেন না। আবার বয়স্ক নাগরিকদের পক্ষেও তা সম্ভব হয়ে ওঠে না। তাদের কথা ভেবে এবার সম্পত্তি মিউটেশনের জন্য তৎকাল পরিষেবা চালুর পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা।

এর ফলে বাড়িতে পৌঁছে যাবেন পুরসভার আধিকারিকরা। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়ে এই পরিষেবা প্রদানের জন্য পুরসভার কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের হোয়াটসঅ্যাপ নম্বর জানানো হবে। এর সাহায্যে নাগরিকরা বিশেষ করে যারা পরিষেবা চান তারা যোগাযোগ করতে পারবেন। একজন নাগরিককে যা করতে হবে তা হল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর আধিকারিক একজন পুরকর্মীকে প্লট, বাড়ি বা ফ্ল্যাটের মিউটেশন করতে চাওয়া ব্যক্তির বাসভবনে পাঠাবেন এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। নথিগুলি খতিয়ে দেখার পরে পুরকর্মীরা বাড়িতে গিয়ে মিউটেশন সার্টিফিকেট প্রদান করবেন এবং ফি আদায় করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *