সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:-বহু টালমাটলের অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সুধাংশু মন্ডল। এদিন হলদিয়ার মহকুমাশাসক অনিকেত পুনিয়া নব্য হলদিয়া পৌরসভার চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। টান টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান নিযুক্ত হলেন তিনি।
যদিও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে একাংশ, নাম প্রকাশে অনিচ্ছুক, নির্বাচিত হলদিয়া পৌরসভার চেয়ারম্যান বলে মেনে নিতে পারেননি। তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ চেয়ারম্যান বলে জানান। হলদিয়া পৌরসভার ২৯ জন কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর। যার মধ্যে চারজন কাউন্সিলর অনুপস্থিত। প্রসঙ্গত গত ১৫ ই জানুয়ারি হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার পদ থেকে ইস্তফা দেন। এই দিন নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে সুধাংশু মন্ডল বলেন আর সময় নেই, সামনে নির্বাচন তাই যেসব এলাকায় কিছু সমস্যা রয়েছে সে দিক গুলির ওপর নজর রাখতে হবে পাশাপাশি, বহু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব।