নিজস্ব সংবাদদাতা :- আজ বিধানসভায় অমিত মিত্রের অসুস্থতার কারণে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | চেষ্টা করলেন ‘কল্পতরু’ হওয়ার | গত বছরের তুলনায় বরাদ্দও অনেকটাই বাড়ল | একনজরে দেখে নেওয়া যায় প্রস্তাবিত বিষয়গুলো | স্বাস্থ্যসাথী প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে ১,৫০০ কোটি। পুনর্নবীকরণ হবে তিন বছর অন্তর |রাজ্য পুলিশে ৬০ হাজার ২৯১ শূন্যপদে আগামী তিন বছরের মধ্যে নিয়োগ প্রস্তাব | পার্শ্ব শিক্ষকদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ। প্রতি বছর ৩ শতাংশ করে বেতন বৃদ্ধির প্রস্তাব | কৃষকবন্ধু প্রকল্পে কৃষকবন্ধুদের জন্য বার্ষিক বরাদ্দ ৫০০০ থেকে বাড়িয়ে ৬০০০ টাকা| ৩০ জুন পর্যন্ত রোড ট্যাক্স মকুব | গ্রামীণ সড়কে ৫০০ কোটির প্রস্তাব | ৫ বছরে ৪৬ হাজার কিলোমিটার সড়ক তৈরির পরিকল্পনা | ইএম বাইপাস-নিউটাউন, উল্টোডাঙা-পোস্তা, গড়িয়া যাদবপুর, পাইকপাড়া-শিয়ালদা, টালা-ডানলপ (৬ লেন) নতুন ফ্লাইওভার তৈরির প্রস্তাব | কলকাতা-বাসন্তী ৪ লেনের সড়ক | চা বাগানের উন্নয়নে বরাদ্দ ১৫০ কোটি, নতুন শিল্প করিডরে ১০০ কোটি বরাদ্দের প্রস্তাব | ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী। মোট ২৫ হাজার কোটি পর্যন্ত ঋণের ব্যবস্থা | প্রকল্পের নাম ‘মাতৃ বন্দনা’| ‘যুবশক্তি’ নামের আরেকটি প্রকল্পে তিন বছর ছাড়া ১০ হাজার ছেলেমেয়ে নিয়ে প্রশিক্ষণ | শেষে চাকরি সরকারি দফতরে |নিউটাউনে আজাদ হিন্দ স্মারক | প্রতি জেলায় তৈরি হবে জয় হিন্দ ভবন | কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন তৈরি | বরাদ্দ ১০ কোটি টাকা | একুশের পরও বিনামূল্যে রেশন | প্রতি বছর দু’বার করে বছরে দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান |