প্রসেনজিৎ ধর :- মুর্শিদাবাদের সাগদরদিঘি বিধানসভা উপনির্বাচনে সম্প্রতি ‘অপ্রত্যাশিত’ হার হজম করতে হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। সেই সাগরদিঘির দুই আমলাকে বদলি করার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। উল্লেখ্য, বদলি হওয়া আমলাদের মধ্যে রয়েছেন রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলানো সরকারি আমলা সহ বিডিও। মুর্শিদাবাদের সাগদরদিঘি বিধানসভার উপনির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার-সহ ৪ আমলাকে বদলির নির্দেশ দিল নবান্ন। শুক্রবার সব মিলিয়ে মোট ৮০ জন বিসিএস অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আর তার পরেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন দিব্যেন্দু মজুমদার। তাঁকে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি করে পাঠানো হয়েছে। এত দিন মুর্শিদাবাদ জেলার ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও পদে ছিলেন তিনি। একই সঙ্গে মুর্শিদাবাদের ৩ বিডিওকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।বদলির তালিকায় আছে সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়ের নাম। তাঁকে নদিয়ার কল্যাণীর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রশিক্ষণ কেন্দ্রের ওসডি করে পাঠানো হয়েছে। ওই জায়গায় দার্জিলিঙের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট সঞ্জয় সিকদারকে আনা হয়েছে। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী দার্জিলিঙে বদলি করা হয়েছে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও সৌরভ বসুকে। এছাড়াও ডব্লিউবিসিএস অফিসার দেবোত্তম সরকারকে রঘুনাথগঞ্জ ২-এর বিডিও করা হয়েছে। দেবোত্তম এতদিন কার্শিয়াঙে কর্মরত ছিলেন। তাঁর জায়গায় শমসেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডাকে পাঠানো হয়েছে। শমসেরগঞ্জের বিডিও করে আনা হয়েছে সুজিতচন্দ্র লোধকে।
তিনি হুগলি জেলায় কর্মরত ছিলেন।এদিকে এই বদলি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, উপনির্বাচনে হেরে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই নিয়ে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বলেন, ‘প্রশাসনিক বদলির ব্যাপারে মন্তব্য করতে চাই না। কিন্তু ভোটের কারণে যদি এই বদলি হয়ে থাকে, তবে তো নিঃসন্দেহে খারাপ হল।’ এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাহেরপুরে পুরভোটে হেরে যাওয়ার পর সেখানকার ওসিকে ক্লোজ করেছিল। সাগরদিঘিতে হেরে গিয়ে আইপিএস ভোলা পাণ্ডেকে ক্লোজ করে সরকার। এদিকে বিডিও বদলির বিজ্ঞপ্তিতে সবার ওপরে নাম রয়েছে সাগরদিঘির। কারণ সেখানে হেরেছে তৃণমূল।’ শুভেন্দু আরও বলেন, ‘আমি ওই বিডিওকে বলব বিজেপি সরকার ক্ষমতায় এলে আপনাকে মুখ্যমন্ত্রীর দফতরে কাজ দেব। মাথানত করবেন না।’