Breaking News

চার বছরের স্নাতক কোর্স! জাতীয় শিক্ষানীতি মেনে নতুন নির্দেশ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নয়া শিক্ষানীতি কার্যকরের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতরের। চার বছরের স্নাতক কোর্স চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য। উচ্চশিক্ষায় কেন্দ্রের নয়া শিক্ষানীতি অনুযায়ী স্নাতক পঠনপাঠনের সময় কাল ৩ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হল। যাঁরা উচ্চমাধ্যমিক বোর্ডের পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হবেন তাঁদের জন্য চার বছরের স্নাতক কোর্স শুরু হবে।শুক্রবার উচ্চশিক্ষা দফতরের সহ-সচিবের স্বাক্ষরিত এই নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের পাঠানো হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য ইউজিসি থেকে ৩১ জানুয়ারি সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দেওয়া হয়েছিল। এর পরে রাজ্যের এই নির্দেশ।’কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ অনুযায়ী, অনার্স কোর্সের মেয়াদ হবে চার বছর। চার বছরের স্নাতকস্তরেই পড়ুয়ারা গবেষণা করতে পারবেন। এই চার বছরের কোর্সের মাঝ পথে ছেড়ে দিলেও আবার তা শুরু করার সুযোগ থাকবে। সারা ভারত সেভ এডুকেশন কমিটির সম্পাদক তরুণকান্তি নস্করের বক্তব্য, জাতীয় শিক্ষানীতিতে চার বছরের ডিগ্রি কোর্স ও মাল্টিপল এগজিট ও এন্ট্রির যে কথা বলা হয়েছিল, তা রাজ্য সরকার কার্যকর করার মাধ্যমে ওই জনবিরোধী শিক্ষানীতি চালু করা শুরু করল।এর ফলে ডিগ্রি পেতে গেলে এক বছর বেশি পড়তে হবে, তাতে ড্রপ আউট বাড়বে। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (কুটা) সাধারণ সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেলাম না!’’ যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বক্তব্য, এই রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন, শিক্ষাবিদরা বারবার জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছেন। কিন্তু এই ধরনের নির্দেশ দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিল, কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে তাদের ফারাক নেই।

আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসির নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে। নতুন শিক্ষানীতিতে এবার ৪ বছরের স্নাতক স্তরে পড়াশোনা।গতবছর তৈরি এই প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, ৪ বছরের স্নাতকস্তরের কোনও পড়ুয়া যদি কোনও বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক হন, তা হলে তাঁকে সে বিষয়ে নির্দিষ্ট প্রজেক্ট বাছাই করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *