দেবরীনা মণ্ডল সাহা :- পঞ্চায়েত নির্বাচনের আগে এবার জেলায় জেলায় সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| আগামী মাসে রাজনৈতিক কর্মসূচি টানা জেলা সফর শুরু করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের তরফে সেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে | এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী আগামী ৮ এপ্রিল অভিষেক সভা করবেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। এর ঠিক ৪ দিন পরে ১২ এপ্রিল তিনি সভা করবেন বাঁকুড়া জেলায়। ১৭ এপ্রিল অভিষেকের সভা আছে পশ্চিম মেদিনীপুরে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাঁর সভা থাকছে ২০ এপ্রিল। এর পাশাপাশি অনান্য জেলাতেও তাঁর সভা আছে তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে রাজ্যের সব কটি জেলার সব জেলা পরিষদ দখলের যেমন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তেমনি রাজ্যের প্রায় সাড়ে ৩০০ ব্লকের প্রতিটি পঞ্চায়েত সমিতিতেও বোর্ড গঠনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্য অর্জনে যাতে কোনও ফাঁক থেকে না যায় তার জন্যই সময় থাকতে থাকতেই মাঠে ঝাঁপ দিচ্ছেন অভিষেক।এই সফরসূচির অধিকাংশ জেলাতেই তৃণমূলের সংগঠন খানিকটা হলেও দুর্বল।
বিশেষত উত্তরের দুই জেলায়। তাই সেখান থেকেই সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করতে চান অভিষেক, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। অন্যদিকে, বাঁকুড়া, আরামবাগেও সংগঠন নিয়ে চাপ আছে। তাই সেখানেও প্রচারে যাবেন অভিষেক নিজে।এই জেলা সফরের আগে অবশ্য মার্চের শেষে আরও দুটি কর্মসূচি রয়েছে অভিষেকের। আগামী ২৭ মার্চ নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলা বাস টার্মিনাস উদ্বোধন। এবং ২৯ মার্চ শহিদ মিনারে ছাত্র-যুব সম্প্রদায়ের সমাবেশ। সেখানে মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এপ্রিল থেকে টানা জেলায় জেলায় রাজনৈতিক কর্মসূচি।
Hindustan TV Bangla Bengali News Portal