Breaking News

এ সপ্তাহে টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সব রেশন দোকান,জেনে নিন কারণ!

প্রসেনজিৎ ধর :-চলতি সপ্তাহে চার দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত রেশন দোকান। ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের৷ সম্প্রতি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন-এর তরফে খাদ্য দফতরকে চিঠি পাঠিয়ে দোকান বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লিতে সংসদ ভবনের সামনে অবস্থান আন্দোলনের কর্মসূচি নিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। আগামী বুধবার ২২ মার্চ থেকে এই অবস্থান আন্দোলন শুরু হবে। ওই আন্দোলনে অংশ নিতেই দিল্লি যাচ্ছেন এ রাজ্যের বহু রেশন ডিলার৷ তাই ২০ থেকে ২৩ মার্চ পশ্চিমবঙ্গের সব রেশন দোকান বন্ধ থাকবে। চিঠিটি পাঠানো হয়েছে খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে। সেই চিঠিতে এই চারদিন রেশন পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছেন রেশন ডিলাররা। সোমবার এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে রেশন দোকানগুলিতে। আর বুধবার দিল্লিতে আন্দোলন, তাই মঙ্গলবার রেশন ডিলাররা রওনা হয়ে যাচ্ছেন রাজধানীর উদ্দেশে। বুধবার আন্দোলনে যোগ দিয়ে বৃহস্পতিবার রেশন ডিলাররা ফিরতে পারেন রাজ্যে। তাই ওই চার দিন রেশন দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।২২ মার্চ সংসদ ভবনের সামনে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি রয়েছে। তাই আজ থেকেই ডিলাররা দিল্লি রওনা দিতে শুরু করবেন। সে কারণে সোমাবার ছাড়াও মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রেশন দোকানগুলি বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে আবার রেশন দোকানগুলি খুলবে বলে ডিলার সংগঠনটি চিঠিতে জানিয়েছে।

খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকে চিঠি দিয়ে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে রেশন ডিলার সংগঠনটি।অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন জানিয়েছে, রাজ্য থেকে প্রায় ১৭ হাজার রেশ ডিলার এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাবেন। যাঁরা যেতে পারবেন না তাঁদের ওই চারদিন দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, তাঁদের এই আন্দোলন মূলত গ্রাহকদের জন্যই। তিনি বলেন,’গ্রাহকরা যাতে সুষ্ঠু পরিষেবা পান সেই জন্যেই আমাদের এই আন্দোলন। তাই আমরা তাঁদের সহযোগিতা চাই।’ সপ্তাহের প্রথমের রেশন দোকান বন্ধ থাকায় কিছুটা অসুবিধার মধ্যে পড়বেন গ্রাহকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *